আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৩০০ জন আহতের খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৪। খবর দ্য গার্ডিয়ান।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, আলবানিয়ায় মঙ্গলবার ভোররাতে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। কম্পনের উপকেন্দ্র ছিল রাজধানী তিরানা থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পনের কারণে বহুতল ছেড়ে আতঙ্কে রাস্তায় নেমে আসেন মানুষজন। কম্পনের জেরে কয়েকটি বাড়িতে ফাটল দেখা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার