শ্রীনগরে অবস্থিত কাশ্মীর ইউনিভার্সিটিতে গ্রেনেড হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ প্রবেশদ্বারের সামনে এ হামলা চালানো হয়।
এর আগে একটি নির্দেশিকা জারি করে উপত্যকার পুলিশ স্থানীয় মানুষের কাছে একটি আবেদন করে। সেখানে বলা হয়, বিস্ফোরক থাকার ঝুঁকি থাকায়, স্থানীয়রা যেন এনকাউন্টারস্থলগুলোতে না-যান। এই নির্দেশিকা জারির এক দিনের মাথায় এ হামলার ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন