আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২৫ জন। মঙ্গলবার রিখটার স্কেলে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে সেখানে।
সিএনএন জানিয়েছে, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে বলছে- স্থানীয় সময় খুব ভোরের দিকে প্রায় ২০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে। রাজধানী তিরানা থেকে প্রায় ১৩ মাইল দূরে বন্দর নগরী ডুরেস ছিল ভূমিকম্পের উৎস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই এলাকার অনেক ভবন ধসে পড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এতে নিহতের সংখ্যা অন্তত ৬।
পুলিশ বলেছে, একটি ভবনের বারান্দা থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন একজন। থুমানি গ্রামে নিহত হয়েছেন তিনজন। নিহত অন্য দু'জনের সম্পর্কে জানা যায়নি।
দেশটির মন্ত্রণালয় নিশ্চিত করেছে এতে আহত হয়েছেন কমপক্ষে ৩২৫ জন। ডুরেস, লেজহি এবং তিরানা শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত