কাশ্মীরে জোড়া বিস্ফোরণে কমপক্ষে ২ জন নিহত হয়েছেন। এর মধ্যে একটি বিস্ফোরণ ঘটেছে রাজধানী শ্রীনগরে, অপর বিস্ফোরণটি ঘটে অনন্তনাগে। বিস্ফোরণে আহট হয়েছেন আরও অন্তত ৭ জন। মঙ্গলবার (২৬ নভেম্বর) এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের ছোড়া গ্রেনেডের আঘাতে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৪ জন। অনন্তনাগের ওয়াগুরায় 'ব্যাক টু ভিলেজ প্রোগ্রাম' নামে সরকারি এক অনুষ্ঠান চলছিল। সেখানেই এই গ্রেনেড হামলা হয়।
এদিন দুপুরে অপর বিস্ফোরণটি ঘটেছে শ্রীনগরের হজরতবাল এলাকায়। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ গেটের দিকে, একটি মার্কেটে। এই দ্বিতীয় বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন।
আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। শ্রীনগরেও গ্রেনেড হামলা হয়েছে বলে ধরে নিয়েছিল পুলিশ। তবে প্রাথমিক তদন্ত শেষে পুলিশের দাবি, গ্রেনেড হামলা হয়নি। কম তীব্রতার বিস্ফোরণ হয়েছে। তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ