ভারতে একের পর এক ধর্ষণ, বিকৃতমনষ্কদের যৌন লালসার শিকার থেকে বাদ যাচ্ছে না শিশুরাও। হায়দরাবাদের নৃশংস ঘটনার পর থেকেই প্রায় প্রতিদিনই শিরোনামে উঠে আসছে একের পর এক ধর্ষণের ঘটনা। ফের ১৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করলো তারই প্রতিবেশী চার ব্যক্তি।
এখানেই শেষ নয়, পুরো খবর জানলে চমকে উঠবেন আপনিও। চলতি বছরের শুরুতেই পালওয়াল জেলার ওই চার বিকৃতকাম ব্যক্তি ওই নাবালিকাকে ধর্ষণ করেছিল। এরপর গত ৪ ডিসেম্বর ফের একই ঘটনা ঘটালো তারা। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন।
পালওয়াল জেলার সুপারিন্টেডেন্ট নরেন্দ্র বিজারনিয়া জানান, নির্যাতিতাকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে চার জন মিলে ধর্ষণ করে। ঘটনার দিন নির্যাতিতা কোনও কারণে ঘর থেকে বাইরে বের হয়েছিল, তখনই তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই চার অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের মধ্যে দু'জনের বয়স ৩০, একজনের ৪৫ এবং আরেকজনের বয়স ১২ থেকে ১৯ বছরের মধ্যে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ