মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন 'ফোর্বস' বুধবার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে নাম রয়েছে দুনিয়ার সেই সব মানুষের নাম। যারা ইউটিউব চ্যানেল থেকে বিশাল অঙ্কের টাকা আয় করেন। সেই তালিকায় এক নম্বরে নাম উঠে এসেছে মাত্র ৮ বছরের শিশু রায়ান কাজির।
২০১৯ সালে রায়ান তার ইউটিউব চ্যানেল থেকে আয় করেছে ২৬ মিলিয়ন মার্কিন ডলার। ফোর্বস এর তালিকা অনুযায়ী ২০১৮ সালেও কাজি যার আসল নাম রায়ান গুয়ান ছিল সর্বোচ্চ উপার্যনকারী ইউটিউবার। সে বছর তার আয় ছিল ২২ মিলিয়ন মার্কিন ডলার।
২০১৫ সালে রায়ানের মা-বাবা তার নামে একটি ইউটিউব চ্যানেল খোলেন, নাম দেন Ryan’s World। ইতোমধ্যে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে ২২.৯ মিলিয়ন অর্থাৎ ২ কোটি ২৯ লাখ। শুরুতে অবশ্য এই চ্যানেলের নাম ছিল Ryan Toys Review। প্রধানত বিভিন্ন বাক্স খুলে তার ভেতরের খেলনা বের করে কীভাবে রায়ান সেগুলো নিয়ে খেলে তারই ভিডিও করে এই চ্যানেলে পোস্ট করা হত। এমনই বেশ কিছু ভিডিওর ভিউ ১ বিলিয়নও ছাড়িয়েছে।শুরুর দিন থেকে এখনও পর্যন্ত চ্যানেলটি পেয়েছে ৩৫ বিলিয়ন অর্থাৎ ৩৫০০ কোটি ভিউ। সূত্র: এইসময়
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন