প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করার এক দিন পরেই নতুন উত্তর আমেরিকান বাণিজ্য চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। যা ট্রাম্পের জন্য একটি জয়। কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তি নামের ওই্ প্রস্তাবটি পাশ হয়েছে ৩৮৫-৪১ ভোটে। ৩৮ জন ডেমোক্রেট, ২ জন রিপাবলিকান ও একজন স্বতন্ত্র সদস্য প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছেন।
নতুন এই চুক্তি ১৯৯৪ সালে হওয়া উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (নাফটা) এর স্থলাভিষিক্ত হবে, বাতিল হয়ে যাবে নাফটা।
এর একদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে পদ থেকে সরাতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাশ করেছিল ডেমোক্রেটরা। এখন ওই অভিশংসনের প্রস্তাবটি যাবে সিনেটে। আগামী জানুয়ারি মাসে ট্রাম্পের বিচার শুরু হতে পারে সিনেটে।
সূত্র: সিবিসি কানাডা
বিডি প্রতিদিন/ফারজানা