ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ উত্তাল দিল্লি। আর সেই বিক্ষোভে নেতৃত্ব দিতে গিয়ে প্রথমে আটক হলেও দিল্লি পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন দলিতদের সংগঠন ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদ।
ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার দুপুরে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে ভারতের দিল্লির জামে মসজিদের কাছে। পুলিশের বাধাকে উপেক্ষা করেই চন্দ্রশেখর আজাদ মসজিদ এলাকায় ওই বিক্ষোভের নেতৃত্ব দেন। বিক্ষোভ ঘিরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। জামে মসজিদের মূল ফটকের কাছে সংবিধানের প্রতিলিপি হাতে বিক্ষোভে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাকে। পরিস্থিতি সামাল দিতে আটক করা হয় চন্দ্রশেখর আজাদকে। কিন্তু পরে পুলিশকে ফাঁকি দেন তিনি।
জানা গেছে, ভীম সেনার সমর্থনকারীরা শুক্রবার জামা মসজিদ থেকে যন্তরমন্তর পর্যন্ত নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করে। ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদ বলেন, ১৪৪ ধারা উপেক্ষা করেই ওই অঞ্চল থেকে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেবেন তিনি। সেই মতো দুপুর ১টার দিকে জামে মসজিদ চত্বরে জড়ো হতে থাকেন প্রতিবাদীরা। অবস্থা বেগতিক দেখে চন্দ্রশেখর আজাদকে আটক করে পুলিশ।
এ দিনের মিছিলের জন্য পুলিশের তরফে কোনও অনুমতি মেলেনি। চন্দ্রশেখর যাতে জামে মসজিদে মিছিলে যোগ দিতে না পারেন, তার জন্য জামা মসজিদের গেটে পাহাড়ায় ছিল পুলিশ। এক সময় চন্দ্রশেখরের আটক হওয়ার খবরও ছড়িয়ে পড়ে। কিন্তু তার পরই চন্দ্রশেখর নিজে টুইট করে জানিয়ে দেন, ‘গুজবে কান দেবেন না। আমি যে কোনও পরিস্থিতিতে যন্তনমন্তর পৌঁছব।’
খবর প্রকাশ, জামে মসজিদের বাইরে বেরনোর গেট বন্ধ করে দিয়ে প্রতিবাদীদের আটকানোর চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু বিশাল জনস্রোতের সামনে পুলিশি বাধা কার্যত ভেঙে পড়ে। জামা মসজিদ থেকে রাস্তায় বেরিয়ে পড়ে মিছিল। এর কিছু পরে দরিয়াগঞ্জের কাছে চন্দ্রশেখরকে আটক করেছিল পুলিশ। তবে তাকে আটক করে রাখতে পারেনি। পুলিশ ভ্যানে তোলার আগে পুলিশের হাত ছাড়িয়ে মিছিলে ফের তিনি ঢুকে পড়েন।
সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা
বিডি-প্রতিদিন/মাহবুব