২০০০ সালের পর এই প্রথম ইরানের কোনো প্রেসিডেন্ট জাপান সফর করেছেন। প্রায় ১৯ বছর পর শুক্রবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্দেশে টোকিওতে পৌঁছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী।
শুক্রবার রাজধানী টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠক করেন হাসান রুহানী।
বৈঠকে তিনি জানান, মার্কিন সরকার যেভাবে পরমাণু সমঝোতা থেকে অবৈধভাবে বেরিয়ে গেছে তা এই সমঝোতার কোনো পক্ষের জন্যই লাভজনক হয়নি। বরং এতে প্রমাণ হয়েছে যে নিষেধাজ্ঞার ফল সব পক্ষের জন্যই পরাজয় ছাড়া অন্য কিছু নয়।
হাসান রুহানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ। সন্ত্রাস বিরোধী সব দেশকে এইসব মার্কিন সন্ত্রাস মোকাবেলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ইরান পরমাণু সমঝোতাকে নিজ স্বার্থের আলোকে রক্ষার জন্য সব প্রচেষ্টা চালিয়েছে। মার্কিন সরকার এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় এবং ইউরোপ এ সমঝোতা বাস্তবায়নে তার অঙ্গীকারগুলো রক্ষায় ব্যর্থ হওয়ায় ইরানও পর্যায়ক্রমে তার অঙ্গীকারগুলো বাস্তবায়নের মাত্রা কমিয়ে এনেছে।
জাপানের জ্বালালি তেল চাহিদার প্রায় সাড়ে পাঁচ শতাংশের যোগান দিয়ে থাকে ইরান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন