স্টেট অব দ্য ইউনিয়ন খ্যাত ভাষণ দিতে অভিশংসিত প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন জ্যৈষ্ঠ ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি। প্রসঙ্গত, স্টেট অব দ্য ইউনিয়ন হল বছরের শুরু কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া মার্কিন প্রেসিডেন্টের ভাষণ। আগামী বছরের ৪ ফেব্রুয়ারি ওই বক্তব্য দেবেন ট্রাম্প। দুদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছে ট্রাম্প। আগামী জানুয়ারিতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তার বিচার শুরু হবে। ট্রাম্প যখন স্টেট অব দ্য ইউনিয়ন খ্যাত ভাষণ দেবেন তখন হয়তো সিনেটে তার বিচারকার্যক্রম চলতে থাকবে বা শেষ হবে। সিনেটের বিচারে ট্রাম্পের চূড়ান্তভাবে অভিশংসিত হওয়ার শঙ্কা রয়েছে। তবে সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার সেটি না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, সিনেট কী করবে তাতে কিছুই যায় আসে না। ট্রাম্প এরইমধ্যে অভিশংসিত হয়েই গেছেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা