এল ক্লাসিকো লড়াইয়ে কাতালুনিয়ার স্বাধীনতাকামী সমর্থকদের নিয়মবিরুদ্ধ কার্যকলাপের কারণে মাশুল গুনতে হচ্ছে বার্সেলোনাকে। ক্লাবটিকে জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
ফের এ ধরনের ঘটনা ঘটলে স্টেডিয়ামও বন্ধ করে দেওয়া হতে পারে বলে ক্লাবটিকে হুঁশিয়ার করে দিয়েছে তারা।
নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে গত বুধবার মৌসুমের প্রথম ক্লাসিকো লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করে বার্সেলোনা। ম্যাচটিতে স্বাগতিক দলের সমর্থকদের আচরণ ছিল লাগামছাড়া।
বল মাঠে গড়ানোর সঙ্গে সঙ্গে কাতালোনিয়ার স্বাধীনতা চেয়ে স্লোগান তোলে বার্সেলোনার সমর্থকেরা। কাতালোনিয়ার পতাকা উড়ায় তারা। স্টেডিয়ামের বাইরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ম্যাচের ৫৫তম মিনিটে ৯০ সেকেন্ডের জন্য খেলা থামিয়ে দিতে বাধ্য হন রেফারি। এ সময় গ্রেপ্তার হওয়া কাতালুনিয়ার স্বাধীনতাকামী নেতাদের মুক্তি চেয়ে স্লোগান তোলার পাশাপাশি মাঠে অনেক বিচ বল নিক্ষেপ করে সমর্থকেরা।
এর মধ্যে মাঠে নানা বস্তু নিক্ষেপের ঘটনাটি মেনে নিতে পারছে না আরএফইএফ। এ জন্য আর্টিক্যালের ১০১ এর ২ ধারা অনুযায়ী বার্সেলোনাকে জরিমানা করেছে স্পেনের ফুটবল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এই ধারা অনুযায়ী মাঠের যে অংশে খেলা চলে সেখানে কোনো বস্তু নিক্ষেপ করাটা নিয়মের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখা হয়।
এই নিয়মের লঙ্ঘন হওয়ায় বার্সেলোনাকে দেড় হাজার ইউরো জরিমানা করেছে আরএফইএফ। সেই সঙ্গে ক্লাবটিকে কঠোরভাবে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে যে, ফের এ ধরনের ঘটনা ঘটলে তাদের স্টেডিয়াম ক্যাম্প ন্যু বন্ধ করে দেওয়া হতে পারে।
বিডি প্রতিদিন/কালাম