সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভকালে শুক্রবার বিকেলে আটক ব্যক্তিদের মুক্তি দাবিতে রাতে পুলিশ সদর দপ্তর ঘেরাও করেছে অসংখ্য মানুষ। এদিন আটক ব্যক্তিদের মধ্যে আট শিশুও রয়েছে, যাদের মধ্যে কয়েকজন পুলিশের লাঠিচার্জে আহত।
এছাড়া, শুক্রবার দিল্লির বিক্ষোভে নেতৃত্ব দেওয়া ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ আটক হওয়ার পর পালালেও শনিবার সকালে তাকে ফের হেফাজতে নিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার বিকেলে দিল্লির দারিয়াগঞ্জ এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেন বিক্ষোভকারীরা। এর পরপরই তাদের ওপর ব্যাপক লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ। এদিন আট পুলিশসহ আহত অন্তত ৩৬ জনকে স্থানীয় লোকনায়ক হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
এদিকে, শুক্রবার (২০ ডিসেম্বর) সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তর প্রদেশে বিক্ষোভ-সহিংসতায় ছয়জন নিহত হয়েছেন। এদিন বিজনরে দুই, সাম্বালে এক, ফিরোবাজাবাদে এক, মেরুতে এক এবং কানপুরে একজন নিহত হন। তবে উত্তর প্রদেশ পুলিশের দাবি, তাদের গুলিতে কারও মৃত্যু হয়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন