ইরানের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কর্মকর্তা বলেছেন, আমেরিকা অচিরেই একথা উপলব্ধি করবে যে, তাদের হামলায় নিহত জেনারেল কাসেম সোলাইমানি তার জীবিত অবস্থার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর।
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি রবিবার তার দফতরে সিরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী মামলুকের সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গত শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন শহীদ হন।
পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডের মাধ্যমে জেনারেল সোলাইমানিকে শহীদ করার ব্যাপারে ইরানের অবস্থান বর্ণনা করতে গিয়ে আলী শামখানি বলেন, ইরান অবশ্যই এই অপরাধযজ্ঞের জবাব সামরিক উপায়ে দেবে; তবে ইরানের জবাব শুধু সামরিক পদক্ষেপে সীমাবদ্ধ থাকবে না।
ইরাকি পার্লামেন্টে মার্কিন সেনা বহিষ্কারের বিল পাসের প্রতি ইঙ্গিত করে ইরানের নৌবাহিনীর সাবেক প্রধান আলী শামখানি বলেন, বিলটি আইনে পরিণত হওয়ার পরও ইরাকে মার্কিন সেনা থাকতে পারবে না। যদি থাকে তবে তারা দখলদার সেনা হিসেবে চিহ্নিত হবে। কারণ, এতদিন ইরাক সরকারের অনুমোদন নিয়ে দেশটিতে মার্কিন সেনা মোতায়েন ছিল। সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/কালাম