৭ জানুয়ারি, ২০২০ ০৮:২৩

ট্রাম্পের মাথার দাম ৮ কোটি ডলার!

অনলাইন ডেস্ক

ট্রাম্পের মাথার দাম ৮ কোটি ডলার!

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ৮ কোটি ডলার ঘোষণা করা হয়েছে। ইরানের মাশহাদ শহরে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বিক্ষোভ-সমাবেশের আয়োজকরা বলেন, ইরানের আট কোটি জনগণের প্রত্যেকে এক ডলার করে দান করলে তা আট কোটি ডলারে দাঁড়াবে। যে কেউ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারবে বা তার মাথা এনে দিতে পারবে তাকে এই আট কোটি ডলার পুরষ্কার দেওয়া হবে।

যদিও ইরান সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে, মার্কিন হামলায় নিহত জেনারেল কাসেম সোলেমানি খুনের প্রতিশোধ চেয়েছেন আয়াতোল্লাহ আলী খামেনি। গতকাল সোলেমানির কফিনের সামনে দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা।

ইরান-আমেরিকার উত্তেজনার ছোয়া লেগেছে ইরাকেও। ইরাকের মাটিতে আমেরিকা বা অন্য কোনও দেশর সেনা থাকতে পারবে না, এই মর্মে গতকালই একটি প্রস্তাব পাশ হয়েছে ইরাকের পার্লামেন্টে। এর পাল্টা আরও বড়সড় নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিলেন, ইরাকে ঘাঁটি তৈরির অর্থ ফেরত না-দিলে কোনও ভাবেই সেখান থেকে সেনা সরাবেন না তিনি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর