তেহরানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে মার্কিন সন্ত্রাসী হামলায় হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে যে সংকট ও অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে তাতে জড়াতে চায় না পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি সোমবার এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি সোমবার দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের ঘটনার পরিণতি ২০১১ সালে ওসামা বিন লাদেনকে হত্যা ও ২০১৯ সালে ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যার চেয়ে ভয়াবহ হতে পারে। পাকিস্তানের পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের অবস্থান অবগত করতে তিনি বিশেষজ্ঞদের বরাত দিয়ে পার্লামেন্টে এ কথা জানিয়েছেন।
এদিকে, সোলাইমানিকে হত্যা ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'বড় ধরনের প্রতিশোধ' নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। অন্যদিকে পাল্টা হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে বাগদাদ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রেক্ষাপটে ইরাকের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি খুব সহায়ক হবে না বলে জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস ডয়েচফ্ল্যাংকফাংক রেডিওকে বলেন, আমি মনে করি না, যুক্তি বাদ দিয়ে হুমকির মাধ্যমে তিনি ইরাককে বোঝাতে পারবেন। পরিস্থিতির উত্তেজনা বাড়লে ইরাক পুনর্নির্মাণের কয়েক বছরের চেষ্টা সব ভেস্তে যাবে বলেও তিনি হুশিয়ারি দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার