জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে ইরানের ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে।
জানা গেছে, আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অনুরোধ করেছেন কয়েক সপ্তাহ আগে।
এর মধ্যে সম্প্রতি হামলা চালিয়ে ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেমকে হত্যা করে মার্কিন বাহিনী।
যুক্তরাষ্ট্রের এই হামলার বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে তুলে ধরতে পারে ইরান, এই আশঙ্কায় ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিচ্ছে না মার্কিন প্রশাসন, যা যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যকার ‘হেডকোয়াটার্স চুক্তি-১৯৪৭’ স্পষ্ট লঙ্ঘন।
জানা গেছে, এরই মধ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে মার্কিন প্রশাসন জানিয়ে দিয়েছে যে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না।
সূত্র: ফরেন পলিসি
বিডি প্রতিদিন/কালাম