পেরুর দক্ষিণাঞ্চলে বাস-মিনিভ্যানের সংঘর্ষে দুই জার্মান নাগরিকসহ ১৬ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের চার নাগরিক রয়েছেন।
সোমবার সকালে, একটি বাস রাস্তার পাশে দাঁড় করানো মিনিভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। বাসটি লিমা থেকে অ্যারেকুইপায় যাচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ।
পেরুর পরিবহণ তদারকি সংস্থা জানিয়েছে, ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে চলার কথা থাকলেও বাসটির গতি ছিলো ১০৬ কিলোমিটার। বাসের অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারাণোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ