জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর চরম উত্তেজনা বিরাজ করছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে।
এরই মধ্যে এই হত্যাকাণ্ডের জেরে যুক্তরাষ্ট্রের ওপর কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনি।
এরপর বাগদাদে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও দূতাবাসে পরপর দুদিন কয়েক দফা রকেট হামলার ঘটনাও ঘটেছে।
অন্যদিকে, কোনও প্রতিশোধ নিলে ইরানের ৫২ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে আমেরিকার ওপর কি ধরনের প্রতিশোধ নিতে পারে ইরান তা নিয়ে বিশ্বব্যাপী চলছে নানা আলোচনা।
এ ব্যাপারে ইরানি আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ ত্রিতা পারসি বলেন, প্রতিশোধের বিষয়ে ইরান একক কোনও সিদ্ধান্ত নেবেন না। বরং রাশিয়ার ও চীনের সঙ্গে পরামর্শ করেই তারা সিদ্ধান্ত নেবেন।
ত্রিতা পারসি ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের সাবেক সভাপতি ও বিখ্যাত ‘লুসিং অ্যান এনিমি: ওবামা, ইরান অ্যান্ড ট্রায়াম্প অব ডিপ্লোমাসি’ বইয়ের লেখক। সূত্র: দ্য ইরানিয়ান
ভিডিও:
বিডি প্রতিদিন/কালাম