ভারতের বহুল আলোচিত নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত চারজনের ফাঁসির রায় কার্যকর করা হবে ২২ জানুয়ারি। তাদের বিরুদ্ধে ফাঁসির পরোয়ারি জারি করেছে আদালত। মঙ্গলবার দিল্লির আদালত এই রায় দেয়। এনডিটিভি জানিয়েছে, ২২ জানুয়ারি সকাল সাতটায় চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সাজাপ্রাপ্তরা তিহার জেলে রয়েছে। কয়েক সপ্তাহ আগে সেখানে ফাঁসি কার্যকর করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর আগে ২০১২ সালে দিল্লির এক ছাত্রীকে গণধর্ষণ, অত্যাচার ও হত্যার ঘটনায় অক্ষয় সিং ঠাকুর, মুকেশ, পবন গুপ্তা ও বিনয় শর্মাকে দোষী সাব্যস্ত করে আদালত। গতমাসে অন্যতম আসামি অক্ষয় সিংয়ের করা রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। ফলে আদালতে তার মৃত্যুদণ্ড বহাল থাকে। নির্ভয়ার মা বলেন, সাত বছর ধরে আমি বিচারের আশায় আছি। এই রায় বিচারব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস ফিরিয়ে দেবে। আমার মেয়ে বিচার পাবে।
২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে প্যারামেডিকেলের এক ছাত্রী চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। তাকে বাস থেকে নগ্ন ও রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ওই ঘটনায় ভারতজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। গণমাধ্যম মেয়েটিকে ‘নির্ভয়া’ নামে আখ্যা দেয়, একইসঙ্গে ঘটনাটি নির্ভয়াকাণ্ড নামে পরিচিতি পায়। নির্ভয়াকাণ্ডে দায়ের হওয়া মামলায় পরে আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। চারজন সাজাপ্রাপ্ত ছাড়াও গণধর্ষণ ও খুনের ঘটনায় আরও দুই অভিযুক্ত রয়েছে। এর মধ্যে অভিযুক্ত রাম সিং আগেই আত্মহত্যা করে এবং একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে তিন বছর সংশোধনাগারে রাখার পর ছেড়ে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আল আমীন