১৮ জানুয়ারি, ২০২০ ১২:৫২

বিশ্বের সবচেয়ে খর্বকায় পুরুষের মৃত্যু

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে খর্বকায় পুরুষের মৃত্যু

২৭ বছর বয়সেই মৃত্যুবরণ করেছেন বিশ্বের খর্বকায় পুরুষ খগেন্দ্র থাপা মাগার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নেপালের এক হাসপাতালে।   

খগেন্দ্রর উচ্চতা ছিল মাত্র ৬৭.০৮ সেন্টিমিটার অর্থাৎ ২ ফুট ২.৪১ ইঞ্চি। তার জন্ম ১৯৯২ সালের ১৪ অক্টোবর। নেপালের পোখরা শহরে মা-বাবার সঙ্গেই থাকতেন খগেন্দ্র। মহেশ থাপা মাগার জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিল তার ভাই। কিন্তু এবার ওর হৃদযন্ত্রও বিকল হয়ে পড়ে।

২০১০ সালে ১৮ বছরের জন্মদিনের পরই তাকে বিশ্বের খর্বকায় পুরুষ হিসেবে ঘোষণা করা হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ। নেপালের পর্যটন প্রচারের মুখ হয়ে উঠেছিলেন খগেন্দ্র।  খগেন্দ্রের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর এডিটর ইন চিফ ক্রেইগ গ্লেনডে।  

খগেন্দ্রর বাবা রূপ বাহাদুর জানিয়েছেন, জন্মের সময়ে ও এতটাই ছোট ছিল যে হাতের তালুর মধ্যে ধরে যেত। ওকে গোসল করানো খুবই সমস্যার ছিল। এতটাই ছোট ছিল ও।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর