আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে করা গাম্বিয়ার মামলার আদেশ দেয়া হবে আগামীকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)।
নেদারল্যান্ডসের স্থানীয় সময় সকাল ১০ টায় (বাংলাদেশ সময় বিকেল ৩ টায়) আদেশ দেবেন আন্তর্জাতিক বিচার আদালত। এই আদালতের প্রেসিডেন্ট আব্দুলকাউই আহমেদ ইউসুফ এই আদেশ দেবেন।
আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার এই আবেদনের পর গত ১০ ডিসেম্বর শুরু হয় শুনানি। প্রথম দিন শুনানি করে গাম্বিয়া। আর পরদিন শুনানি করে মিয়ানমার। আর ১২ ডিসেম্বর শেষ হয় শুনানি। এরপর গত ১৫ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিজে জানায় এই আবেদনের আদেশ দেয়া হবে ২৩ জানুয়ারি।
বিডি প্রতিদিন/হিমেল