২৪ জানুয়ারি, ২০২০ ২১:৫৮

চীনের বাইরে যেসব দেশে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত

অনলাইন ডেস্ক

চীনের বাইরে যেসব দেশে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত

চীনে নতুন নিউমোনিয়া সদৃশ রহস্যময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা অন্তত ৮০০ জন ছাড়িয়ে গেছে। এটি শুধু চীন নয়, এর বাইরেও ছড়িয়ে পড়েছে আরও অন্তত নয়টি দেশে।

বিশ্বজুড়ে ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ে চরম উদ্বেগ ও শঙ্কা সৃষ্টি হয়েছে। সবশেষ তথ্যানুযায়ী, চীনের বাইরে এখন পর্যন্ত আরও অন্তত নয়টি দেশে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। এসব দেশের ২৩ জন রোগী এ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

এক পরিসংখ্যানে দেখা গেছে, চীনের বাইরে সবচেয়ে বেশি পাঁচজন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন থাইল্যান্ডে, সিঙ্গাপুরে তিনজন, তাইওয়ানে তিনজন, হংকংয়ে দুইজন, ম্যাকাওয়ে দুইজন, জাপানে দুইজন, ভিয়েতনামে দুইজন, দক্ষিণ কোরিয়ায় দুইজন ও যুক্তরাষ্ট্রে দুইজনের শরীরে এ ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে।

তবে তালিকায় সবার উপরে রয়েছে চীনের উহান শহর, যেখান থেকে ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। 

অন্যদিকে, আক্রান্তদের চিকিৎসায় নতুন একটি হাসপাতাল নির্মাণের কথা জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। আগামী ১০ দিনের মধ্যে ২৫ হাজার বর্গফুটের হাসপাতালটি রোগীদের চিকিৎসাসেবায় কাজ শুরু করবে। যাতে শয্যা থাকবে এক হাজার। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর