ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরে চার নেতার বন্দিত্বের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে। বিজেপি সরকারগত আগস্টে জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার সময় রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্ব সহ প্রায় ৫০০০ মানুষকে আটক করে। এরপর ছয় মাসের বেশি হয়ে গেলেও এখনো আটক আছেন অনেকে।
জন নিরাপত্তা আইন (পিএসএ) তৈরি করেছিলেন ওমরের দাদা শেখ আবদুল্লা ১৯৭৮ সালে। প্রধানত কাঠ চোরাচালানকারীদের ঠেকাতে ওই সময় এই আইন আনা হয়। এই আইনে টানা ২ বছর পর্যন্ত কাউকে আদালতে পেশ না করেও আটক রাখা যায়। গত বছর ৫ আগস্ট জম্মু-কাশ্মীর দ্বিখণ্ডিত ও সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহৃত হওয়ার সময় থেকেই আরও অনেকের সঙ্গে রাজ্যের এই তিন সাবেক মুখ্যমন্ত্রীকে বন্দী করা হয়। ৮৩ বছরের ফারুক আবদুল্লা তখন থেকেই পিএসএতে গৃহবন্দী। গত বৃহস্পতিবার তাঁদের বন্দিদশার ৬ মাস পূর্ণ হওয়ার দিন ওমর ও মেহবুবাকেও এই আইনে গ্রেপ্তার করা হলো।
খবরে বলা হয়, নতুন করে বন্দিত্ব বাড়ানো হয়েছে কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রী সহ শীর্ষ চার নেতার। তারা হচ্ছেন, ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি এবং আঞ্চলিক নেতা আলি মোহাম্মদ সাগর ও সরতাজ মাদনি। মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি তার মায়ের আটকের নির্দেশ নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক