ইরানকে সামলাতে সেনাবাহিনীর একটি বিশেষ শাখা খুলতে যাচ্ছে ইসরায়েল।
মঙ্গলবার দেশটির সেনাবাহিনী জানায়, নতুন এই কমান্ডের প্রধান হিসেবে একজন মেজর জেনারেলকে দায়িত্ব দেয়া হবে। সেনা কর্মকর্তাদের বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে নতুন এই উদ্যোগ নেয়া হয়েছে।
তবে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে খুব বেশি বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। বলা হয়েছে, নতুন এই কমান্ডের ধরন কেমন হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
সূত্র: আল-আরাবিয়াহ
বিডি প্রতিদিন/ ওয়াসিফ