৩১ মার্চ, ২০২০ ১২:২৮

করোনায় প্রথম মার্কিন সেনা সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনায় প্রথম মার্কিন সেনা সদস্যের মৃত্যু

ফাইল ছবি

বিশ্বব্যাপী মহামারী রূপ নেওয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো কোনো মার্কিন সেনাসদস্যের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন এ তথ্য জানিয়েছে।

সারাবিশ্বে করোনায় আক্রান্ত সেনাদের সংখ্যা বৃদ্ধির খবরের মধ্যে নতুন এ তথ্য এসেছে। নিহত ওই সেনা ছিলেন নিউজার্সি আর্মি ন্যাশনাল গার্ডসম্যানের সদস্য। খবর নিউইয়র্ক পোস্টের।

খবরে বলা হয়েছে, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২১ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার তার মৃত্যু হয়।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এক বিবৃতিতে বলেন, আজকের মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি বেদনাদায়ক দিন। করোনায় প্রথমবারের মতো আজ আমরা কোনো মার্কিন সেনাসদস্যকে হারালাম।

তিনি বলেন, এটি আমাদের সামরিক বাহিনীর জন্য বড় ক্ষতি। নিহতদের পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি আমরা শোক ও সহানুভূতি জানাচ্ছি।

আজ মঙ্গলবার পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তিন হাজার একশো ছাড়িয়েছে। নিহত সেনার নাম ডগলাস লিন হিকক বলে জানিয়েছে নিউজার্সি ন্যাশনাল গার্ড। পেন্টাগন জানিয়েছে, তাদের ৫৬৪ সেনাসদস্য কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে, নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্ণর ফিল মার্ফি এক টুইট বার্তায় এই সেনাসদস্যের মৃত্যুকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেন।

বিডি প্রতিদিন/জামশেদ রনি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর