কুয়েতে বিভিন্ন টুইটার অ্যাকাউন্টে ভারতে 'ইসলামোফোবিয়া' বৃদ্ধির বিষয়টিতে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছিল। এ বিষয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তবে ভারতকে আশ্বস্ত করে কুয়েত বলেছে, তারা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। ২৯ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
বিদেশি শক্তির সহায়তায় সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা পোস্টে এসব প্রচারণা চালানো হয় বলে এতে বলা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, কুয়েত ভারত বিরোধী প্রচারণা প্রত্যাখান করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ। তারা ভারতের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করতে আগ্রহী নয়।
সম্প্রতি করোনাভাইরাস মোকাবেলায় কুয়েতে প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। তারা সেখানে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি করোনা মোকাবেলায় কাজ করবে।
বিডি প্রতিদিন/ফারজানা