ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্ব রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে।
রবিবার করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ কথা বলেন তিনি।
রুহানি বলেন, বিশ্বে যেখানে বলা হচ্ছিল বৃহৎ আঞ্চলিক ও আন্তর্জাতিক জোট গঠনই কেবল জীবনযাপনের একমাত্র সঠিক পথ সেখানে এখন বিভিন্ন দেশ জাতীয়তাবাদের দিকে ঝুঁকছে এবং জোটগুলো দুর্বল হয়ে পড়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসার ক্ষেত্রে সাদা ও কালো এবং স্থানীয় ও অভিবাসীর মধ্যে বৈষম্য করা হচ্ছে, এমনকি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বাহ্যত একে অপরের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও তারা মাস্ক পাওয়ার ক্ষেত্রে একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানে করোনাভাইরাস আক্রান্তদের শনাক্ত করতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে সাত কোটি ৮০ লাখ মানুষের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরীক্ষা করা হয়েছে। দ্বিতীয় ধাপে এখন তিন কোটি মানুষের স্বাস্থ্যের পরীক্ষা করার কাজ চলছে। দ্বিতীয় ধাপের পরীক্ষা আগের চেয়ে বেশি সূক্ষ্ম।
তিনি বলেন, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী দেশের ৮৩ শতাংশ মানুষ স্বাস্থ্য সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলছে। কোনো কোনো শহরে এ সংখ্যা ৯২ শতাংশ।
বিডি প্রতিদিন/আরাফাত