মৃত্যুর গুঞ্জনকে উড়িয়ে দিয়ে প্রায় ২০ দিন পর প্রকাশ্যে এসেছেন উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উন। আর তা দেখে আনন্দিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ ব্যাপারে এক টুইট বার্তায় তিনি কিমকে উদ্দেশ করে লিখেন, ‘একজনের জন্য, সে ফিরে এসেছে দেখে আমি আনন্দিত এবং সে ভালো আছে!’
বিগত কয়েক দিন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর চাউর হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক সংবাদমাধ্যম। সোশ্যাল মিডিয়ায় ৩৬ বছর বয়সী কিম জং উনের ভুয়া মৃতদেহের ছবিও ভাইরাল হয়। তখনও এসবে বিশ্বাস করেননি ট্রাম্প। বরং তার মৃত্যু নিয়ে খবর প্রকাশ করায় সিএনএনকে বিষোদগার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
শনিবার কেসিএনএ'র প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ দিন পর জনসম্মুখে এলেন কিম। তিনি রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানচিয়নে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ