২৪ মে, ২০২০ ২০:৪০

ক্ষমতায় থাকা অবস্থায় বিচারের কাঠগড়ায় নেতানিয়াহু!

অনলাইন ডেস্ক

ক্ষমতায় থাকা অবস্থায় বিচারের কাঠগড়ায় নেতানিয়াহু!

দুর্নীতির অভিযোগে ক্ষমতায় থাকা অবস্থায় ইসরায়েলের প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুকে। 

রবিবার ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের একটি আদালতে শুনানিতে অংশ নিতে হাজির হয়েছেন তিনি।

নেতানিয়াহু আদালতে হাজির হওয়ার পরপরই তার সমর্থক ও বিরোধীরা পাল্টা স্লোগানে আদালত চত্বরের সামনে বিক্ষোভ করেছেন। 

জেরুজালেম ডিস্ট্রিক্ট কোর্টে পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে সদ্য শপথ নেওয়া নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি শুরু হবে।

গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের তিনটি অভিযোগ আনেন দেশটির অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যানডেলব্লিৎ। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে তোলা এসব অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও হাস্যকর’ বলে অভিহিত করেছেন।

গত এক বছরের মধ্যে টানা তিনটি নির্বাচনের আয়োজন করেও সরকার গঠনে ব্যর্থ হন নেতানিয়াহু। অবশেষে গত সপ্তাহে ক্ষমতা ভাগাভাগির শর্তে প্রধান বিরোধী দলের সঙ্গে জোট গঠন করে সরকার গড়েন তিনি। রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়া নেতানিয়াহুর জন্য তাই এটা বড় বিপদই বটে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর