ইংল্যান্ডের রিড়িংয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, ঘটনার পরপরই এক লিবিয়ান ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ এ ছুরিকাঘাতের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে মনে করছে। শনিবার বিকাল ৭টায় ফোর্বারি গার্ডেন নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। থেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী এ হামলার নিন্দা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার