রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তার নিজের অংশগ্রহণের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না। এর মাধ্যমে তিনি ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ইঙ্গিত দিলেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে পার্লামেন্ট এবং সুপ্রিম কোর্ট তাকে ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
রাশিয়ার বর্তমান সংবিধান অনুযায়ী, ২০২৪ সালে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতে হবে পুতিনকে। কিন্তু এরপরও কীভাবে ক্ষমতায় থাকা যায় সেই কৌশল চূড়ান্ত করেছেন পুতিন। তাকে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে পার্লামেন্ট ও সুপ্রিম কোর্টের অনুমোদনের পর আগামী পহেলা জুলাই গণভোট হবে। এই গণভোটের রায়ই পুতিনকে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় রাখবে কি না, তা জানা যাবে।
রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাত্কারে পুতিন বলেন, আবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না।
পুতিন আরও বলেন, স্পষ্ট করেই বলছি, আগামী দুই বছরে যদি সংবিধানে পরিবর্তন না আনা হয় তাহলে স্বাভাবিক কাজ না করে সবাই পরবর্তী উত্তরাধিকার নিয়েই চিন্তা করবেন। কিন্তু আমাদের কাজ করা দরকার, উত্তরাধিকার নিয়ে চিন্তা করা উচিত নয়। ১৯৯৯ সাল থেকে পুতিন প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্র ক্ষমতায় আছেন পুতিন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ