ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে উত্তেজনা আরও বিস্তার লাভ করুক তা চায় না চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সোমবার বেইজিংয়ে সংবাদ ব্রিফিংয়ে একথা বলেছেন।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র বোর্ড অব গভর্নরসের বৈঠকে সম্প্রতি ইরান-বিরোধী যে প্রস্তাব পাস হয়েছে সে বিষয়ে চীনা মুখপাত্র এ মন্তব্য করলেন।
লিজিয়ান বলেন, “আইএএএ’র বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ কর্মকাণ্ড সমর্থন করে চীন কিন্তু বেইজিং চায় না ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে কোনও রাজনৈতিক অবস্থান গ্রহণ করুক আইএইএ। আমরা আইএইএ'র কর্মকাণ্ডকে রাজনীতিকীকরণের বিপক্ষে।”
চীনা মুখপাত্র আরও বলেন, আইএইএ'র সঙ্গে সহযোগিতা করার ব্যাপারে ইরান সবসময় তার প্রস্তুতির কথা বলে এসেছে এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। এই অবস্থায় কৃত্রিমভাবে উত্তেজনা বাড়ার বিরোধী চীন। তিনি আশা করেন ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার সব পক্ষ শান্ত থাকবে, ধৈর্য ধরবে এবং সংকট সমাধানে সহযোগিতা করবে।
বিডি প্রতিদিন/কালাম