মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এতদিন সোশ্যাল মিডিয়ায় নানাভাবে প্রচারণা চালিয়েছেন। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে নেমে পড়েছেন মাঠে। তবে মহামারী করোনাভাইরাসের কারণে খুব একটা সাড়া পাননি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনই হাজার হাজার সিট ফাঁকা ছিল। তাই আপাতত রণে ভঙ্গ দিয়েছেন ট্রাম্প। নতুন করে নির্বাচনী করোনা প্রচারণা কৌশল ঠিক করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। এখনো দেশটি করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এরমধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন সারতে হচ্ছে দেশটিকে। কিন্তু করোনার কারণে নির্বাচনী প্রচারণা সেভাবে জমছে না। শুধু ট্রাম্প নয়, ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের নির্বাচনীয় প্রচারণাতেও মানুষ উৎসাহ দেখাচ্ছেন না। সামনেও সিটগুলোও অনেক সময় ফাঁকা থাকছে।
শনিবার নির্বাচনীয় প্রচারণার শুরুর দিনই হাজার হাজার সিট ফাঁকা থাকায় নাকি রেগে গিয়েছিলেন ট্রাম্প। ওকলাহোমার তুলসাতে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। সেখানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতাই বেশি। তারপরও নির্বাচনী প্রচারণা সেখানে সেভাবে জমেনি। পরে আরিজোনায় চলে যান ট্রাম্প। সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ফারজানা