স্কটল্যান্ডের গ্লাসগো সিটি সেন্টারে একটি হোটেলে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া হামলায় একজন পুলিশ কর্মকর্তাও ছুরিকাহত হয়েছেন। সেইসঙ্গে আহত আরো ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার পুলিশের গুলিতে ওই সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। একটি হোটেলে তিনজন ছুরিকাঘাতের পর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে স্কটিশ পুলিশ বলছে, সন্দেহভাজন ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন।
স্কাই নিউজকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন। তাদের জরুরি সেবা দেওয়া হচ্ছিল। সেখানে সশস্ত্র পুলিশ সদস্যদেরও দেখা গেছে।
বিডি প্রতিদিন/আরাফাত