২ সেপ্টেম্বর, ২০২০ ১৩:৪২

আরও ভয়ঙ্কর চীন, এক দশকে পরমাণু অস্ত্র দ্বিগুণ হবে!

অনলাইন ডেস্ক

আরও ভয়ঙ্কর চীন, এক দশকে পরমাণু অস্ত্র দ্বিগুণ হবে!

ফাইল ছবি

সামরিক শক্তিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে চীন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন দাবি করেছে, আগামী এক দশকের মধ্যে চীন তার পরমাণু অস্ত্র দ্বিগুণ করবে। চীনের সামরিক শক্তি সম্পর্কে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে পেন্টাগন এই দাবি করে।

এতে বলা হয়েছে, চীন তার পরমাণু অস্ত্র আধুনিকায়ন করছে এবং বাড়াচ্ছে। সেক্ষেত্রে আগামী এক দশকের মধ্যে চীনের পরমাণু ওয়ারহেডের সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে অন্তত দ্বিগুণ হবে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কাছে বর্তমানে ২০০'র কিছু বেশি পরমাণু অস্ত্র রয়েছে।

পেন্টাগনের এ প্রতিবেদনে আরো বলা হয়, আগামী পাঁচ বছরের মধ্যে চীন সরকার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা অনেক বেশি বাড়াবে যা আমেরিকার জন্য উল্লেখযোগ্য মাত্রায় হুমকি হয়ে দেখা দেবে। এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম বলেও দাবি করছে পেন্টাগন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর