২৩ সেপ্টেম্বর, ২০২০ ০২:৩৫

১০০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে জেল থেকে পালালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি

অনলাইন ডেস্ক

১০০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে জেল থেকে পালালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার জেল থেকে সুড়ঙ্গ খুঁড়়ে পালাল কুখ্যাত মাদক পাচারকারী। এনিয়ে দ্বিতীয়বার তিনি জেল থেকে পালালেন। কাই জি ফান নামে ওই চীনা দুষ্কৃতীর কাণ্ড দেখে হতবাক জাকার্তার তাংগেরাং জেল কর্তৃপক্ষ।

২০১৭ সালে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েন কাই জি ফান। বিচারে তার মৃত্যুদণ্ড দেয় আদালত। তারপর থেকেই তাকে রাখা হয়েছিল জাকার্তার ওই জেলে। সেখান থেকেই ১০০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে গেলেন কাই। সুড়ঙ্গটি গিয়ে শেষ হয়েছে একটি নিকাশী নালায়।

তাংগেরাংয়ের পুলিশ প্রধান জানিয়েছেন, এনিয়ে দ্বিতীয়বার জেল থেকে পালাল কাই জি। এবার জেলের অন্যান্য সঙ্গীদেরও সঙ্গে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সঙ্গ দিতে অস্বীকার করে তারা। জেল থেকে একটি শাবল, ছেনি, স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে। ওইসব যন্ত্র কাজে লাগিয়েই সুড়ঙ্গ খুঁড়েছিল কাই জি।

২০১৭ সালে পুলিশ হেফাজতের বাথরুমের মেঝে খুঁড়ে পালিয়েছিল কাই। তবে পালানোর তিন দিনের মধ্যেই পূর্ব জাভায় ধরা পড়ে যায় সে। 

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর