ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত বিশ্বের বৃহত্তর ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ। সে হিসেবে করোনা ভাইরাস মোকাবিলায় তাদের সক্ষমতার পুরোটা সমগ্র মানবজাতির কল্যাণে ব্যয় করা হবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘে দেওয়া ভার্চুয়াল ভাষণে তিনি এ কথা বলেন। তবে ভাষণে চীনের সঙ্গে সীমান্ত সংঘাত নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
মোদি বলেন, বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী দেশ হিসেবে ভারতের ভ্যাকসিন তৈরি এবং সরবরাহের সক্ষমতা বর্তমান সংকট মোকাবিলায় সমগ্র মানবজাতির সহায়তায় কাজে লাগানো হবে। ভ্যাকসিন সরবাহের পর সংরক্ষণের জন্য যেসব দেশের পর্যাস্ত সুবিধা নেই, তাদের সক্ষমতা বাড়াতেও সহায়তা করা হবে বলে জানান মোদি।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দখলকৃত কাশ্মীর এবং হিন্দু জাতীয়তাবাদ নিয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করলেও স্পষ্টভাবে ইসলামাবাদকে কিছু্ই বলেননি ভারতের প্রধানমন্ত্রী। তবে তিনি জাতিসংঘের সংস্কার এবং বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ হিসেবে বিশ্ব সংস্থায় ভারতকে আরো ক্ষমতা দেয়ার জন্য ভাষণে আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল