দীর্ঘ ২৮ বছর পর বাবরি মসজিদ ধ্বংসমামলার রায় আজ বুধবার ঘোষণা করতে যাচ্ছে ভারতের আদালত।
লখনউয়ের বিশেষ সিবিআই আদালতে রায় ঘোষণা করবেন বিচারপতি সুরেন্দ্রকুমার যাদব রায়।
এদিকে, আজ রায় ঘোষণার পরই বিচারপতি সুরেন্দ্রকুমার যাদব রায় অবসর নেবেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।
২০১৯ সালেই অবসর নেওয়ার কথা ছিল তার। কিন্তু এই মামলার রায়দানের জন্য তার অবসরের দিনক্ষণ পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট।
এদিকে, এ মামলায় অভিযুক্ত বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, কল্যাণ সিং, উমা ভারতীসহ ৩২ জন।
আগে আদালতের নির্দেশ ছিল আডবাণী, জোশী, কল্যাণ সিং, উমা ভারতীদের সশরীরে আদালতকক্ষে হাজির থাকতে হবে। কিন্তু বয়সের কথা ভেবে নব্বই পার হয়ে যাওয়া আডবাণী ও ৮৬ বছর বয়সী মুরলী মনোহর জোশী জানিয়েছেন, তারা আদালতে উপস্থিত থাকতে পারবেন না। উমা ভারতী করোনায় আক্রান্ত হয়ে এইমসে ভর্তি। কল্যাণ সিং-ও অসুস্থ। তারা কেউই আদালতে থাকবেন না। তবে আডবাণী, জোশী, কল্যাণ সিংয়ের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেবেন। বাকিরা আদালতে হাজির থাকবেন।
বিডি প্রতিদিন/কালাম