চলছিল লাইভ সাক্ষাৎকার, আর এর মধ্যেই ভূমিকম্পের কবলে পড়লেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাটরিন ইয়াকবসডটির।
মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের সঙ্গে কথা বলার সময় ভূমিকম্পে তার ভবন কেঁপে উঠে। এতে তিনি দারুণ ভয় পেয়ে যান। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেকে সামলে নিয়ে প্রশ্নের উত্তর দেন তিনি।
পর্যটন খাতের ওপর করোনাভাইরাসের প্রভাব নিয়ে আলোচনার সময় ভূমিকম্প হলে ক্যাটরিনের চোখ ছানাবড়া হয়ে যায়। বলে ওঠেন, ‘ওহ মাই গড, ভূমিকম্প হচ্ছে।’
একটু এদিক-সেদিক তাকিয়ে বলেন, ‘দুঃখিত, এখন ভূমিকম্প হল। ওহ।’
ভয় সামলে এরপর হাসতে হাসতে বলেন, “এটাই তো আইসল্যান্ড। সম্পূর্ণ ঠিক আছি। বাড়ি এখনও শক্ত। তাই চিন্তার কিছু নেই।”
৪৪ বছর বয়সী ক্যাটরিন ২০১৭ সাল থেকে আইসল্যান্ডের দায়িত্বে আছেন।
মঙ্গলবার দেশটিতে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়। এতে রাজধানীর আশপাশের কিছু অঞ্চলে অল্প ক্ষয়-ক্ষতি হয়েছে।
আইসল্যান্ডে প্রায় প্রতিদিনই ঘটে ভূমিকম্প। আগ্নেয়গিরির কারণে প্রায়ই এমনটি হয়।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বিডি প্রতিদিন/কালাম