২৩ অক্টোবর, ২০২০ ১৯:৪৪

রাজাকে জরুরি অবস্থা জারির অনুরোধ মালয়েশিয়া প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

রাজাকে জরুরি অবস্থা জারির অনুরোধ মালয়েশিয়া প্রধানমন্ত্রীর

মুহিদ্দিন ইয়াসিন

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি করতে রাজা সুলতান আবদুল্লাহ আহমদ শাহকে অনুরোধ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন।  তবে এখনো দেশটিতে জরুরি অবস্থা জারির কোনো ঘোষণা হয়নি।

শুক্রবার রাজার সঙ্গে সাক্ষাৎ করে এ অনুরোধ জানান প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। তবে কী কারণে প্রধানমন্ত্রী জরুরি অবস্থা জারির অনুরোধ জানিয়েছেন তা স্পষ্ট নয়। প্রস্তাবিত জরুরি অবস্থার আওতায় পার্লামেন্ট স্থগিতের বিষয়টিও অন্তর্ভূক্ত রাখা হয়েছে। আগামী মাসে (নভেম্বর) পার্লামেন্টের অধিবেশন শুরুর কথা।  

এর আগে বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম পাল্টামেন্ট ভেঙ্গে দেয়ার জন্য রাজার সঙ্গে দেখা করেছিলেন। গত মাসে তিনি দাবি করেছিলেন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ এমপি তার পক্ষে রয়েছেন। মুহিদ্দিনের উচিত পদত্যাগ করা।

দেশটির সংবিধান অনুযায়ী, জাতীয় নিরাপত্তা, অর্থনীতি কিংবা জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন পরিস্থিতি দেখা দিলে কেবল রাজাই জরুরি অবস্থা জারি করতে পারেন। দেশটিতে সর্বশেষ ১৯৬৯ সালে রাজনৈতিক গৃহবিবাদ ও দাঙ্গার সময় জরুরি অবস্থা জারি করা হয়েছিল।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর