ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ব্যর্থতার বিশাল বোঝা কাঁধে নিয়ে অচিরেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে হবে।
মাইক পম্পেও রবিবার এক টুইটার বার্তায় ইরানের নির্বাচনি ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। এর প্রেক্ষিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই টুইট করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে পরাজিত হয়েছে এই নীতির ভিত্তি স্থাপনকারী আইন ভঙ্গকারী গুণ্ডারা।
তিনি আরও বলেন, এমন সময় ব্যর্থতার বিশাল দায়ভার নিয়ে ট্রাম্প প্রশাসনকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে হচ্ছে যখন ইরানি জনগণ আগের মতো বুক ফুলিয়ে সম্মানজনক জীবনযাপন করছে।
বিডি প্রতিদিন/আবু জাফর