জম্মু ও কাশ্মীরের যুবকদের দক্ষতা বিকাশের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি মিশনের অগ্রগতির জন্য কর্মকর্তাদের ‘বক্সের বাইরে চিন্তা-ভাবনা’ করার আহ্বান জানিয়েছেন ড. সৈয়দ আবিদ রশিদ শাহ।
সম্প্রতি ‘জম্মু ও কাশ্মীরের দক্ষতা উন্নয়ন মিশনে’র ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব আহ্বান জানান রশিদ শাহ।
বৈঠকে তিনি এই অঞ্চলের তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য বর্তমানে চালু থাকা সুবিধাগুলো বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পৃক্ত করে সেবা দ্বিগুণ করার কথা বলেন।
এছাড়া ভৌগলিক দিক থেকে সুবিধাবঞ্চিত জনগণের দিকে দৃষ্টি দেওয়া এবং সেখানকার যুবদের কর্মসংস্থান ও দক্ষতা বিকাশের ক্ষেত্রে সমতা আনার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন।
তিনি বলেন, কর্মদক্ষতা উন্নয়নের অংশ হিসেবে তরুণ স্টেকহোল্ডারদের পরামর্শ এবং বাস্তবায়নের ক্ষেত্রে জেলাভিত্তিক পদ্ধতি বিবেচনা করা উচিত।
এছাড়া, তরুণ জনগোষ্ঠীর জন্য আধুনিক এবং সময়ের সাথে সম্পর্কিত দক্ষতা যেমন কম্পিউটার পরিচালনা, থ্রিডি প্রিন্টিং, অ্যাপ তৈরির মতো বিষয়গুলোকে বিবেচনায় নেওয়া উচিত বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই