সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলোতে প্রায় ৮ মাস পর মসজিদে জুমা আদায়ের অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৪ ডিসেম্বর থেকে জুমা আদায় শুরু হবে। মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আসার নির্দেশনা দিয়ে জাতীয় সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (এনসিইএমএ) এক বিজ্ঞপ্তিতে একথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নামাজ শুরুর আগে মসজিদের দ্বার খুলতে হবে, নামাজ সম্পন্ন হওয়ার ৩০ মিনিট পর মসজিদ বন্ধ করে দিতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় এবং নামাজ আদায়ের সময় পরস্পরের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে।
আমিরাতে করোনা মহামারি দেখা দিলে গত মধ্য মার্চ থেকে মসজিদে নামাজ আদায় স্থগিত করে। এরপর গত ১ জুলাই থেকে ধীরে ধীরে মসজিদের নামাজ আদায়ে শিথিলতা আনে। তবে এখনও সেখানে মসজিদে জুমা আদায়ের স্থগিতাদেশ বহাল আছে।
বিডি প্রতিদিন/ফারজানা
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        