কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার ৩৬ কর্মীর মোবাইল ফোন হ্যাক হয়েছে। ইসরাইলি প্রতিষ্ঠান এসএসও গ্রুপের একটি স্পাইওয়্যার দিয়ে এ সাইবার হামলা চালানো হয় বলে খবরে বলা হয়েছে। হ্যাকিংয়ের শিকার ৩৬ জনের মধ্যে টিভি উপস্থাপক ও নির্বাহী কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়েছে, কিসমেট নামের একটি এক্সপ্লয়েট চেইন ব্যবহার করে মোবাইল ফোনগুলো হ্যাক করা হয়েছে। আল জাজিরার সাংবাদিকদের মোবাইল ফোনে নজরদারি চালানো অজ্ঞাত দুই হামলাকারী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সরকারের হয়ে কাজ করছিল বলে অভিযোগ পাওয়া গেছে। হ্যাকিং-এর বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে গণমাধ্যমটি।
বিডি প্রতিদিন/হিমেল