২০২১ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক পর্যায়ের সুনামধন্য বিজ্ঞানীরা করোনার উৎস খুঁজতে চীনের উহান শহরে যাবেন। আর তাদের পরিপূর্ণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন উহানের বিজ্ঞানীরা। খবর বিবিসি।
প্রকাশিত খবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) বরাতে বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারিতে বিশেষজ্ঞ দলটি উহানে যাবে। গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ব্যাপারে যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে তদন্ত করতে গেলে উহানের বিজ্ঞানীরা স্বাগত জানাবেন।
ডাব্লিউএইচও'র বিজ্ঞানীরা উহানে যাওয়ার খবরে প্রফেসর শি ঝেংলি বলেছেন, অভিযোগ যে ভিত্তিহীন, তা প্রমাণ করে দিতে যে কোনো পরিদর্শনকে স্বাগত জানানো হবে। উহান ইন্সটিটিউট অব ভাইরোলজির প্রধান শি ঝেংলি।
বিবিসি এক প্রতিবেদনে বলেছে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউন্নান প্রদেশের টঙ্গগুয়ান এলাকায় সবচেয়ে ভালো সময়ে পৌঁছানো বেশ কঠিন। কিন্তু যখন বিবিসির একটি দল সম্প্রতি সেখানে পরিদর্শনে যাওয়ার চেষ্টা করছিল, তখন তা অসম্ভব ছিল।
সাদা পোশাকে পুলিশ কর্মকর্তা এবং অন্য কর্মকর্তারা নম্বরবিহীন গাড়ি নিয়ে বিবিসির সাংবাদিককে অনুসরণ করেছেন। এমনকি সাংবাদিকের গাড়ি থেমে থাকলে তাদের গাড়িও পেছনে থেমে থেকেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর