১৭ জানুয়ারি, ২০২১ ০৩:০৯

ভারতের 'সুপারস্পাই' দোভালের কাবুল সফর ঘিরে জল্পনা

অনলাইন ডেস্ক

ভারতের 'সুপারস্পাই' দোভালের কাবুল সফর ঘিরে জল্পনা

ভারতের ‘সুপারস্পাই’ হিসেবে পরিচিত দোভালের এই দু’দিনের হঠাৎ কাবুল সফর ঘিরে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে। যদিও আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত মজবুত। সন্ত্রাসবাদ ইস্যুতে একাধিকবার পাকিস্তানকে একযোগে তুলোধোনা করেছে কাবুল ও নয়াদিল্লি। বুধবার কাবুল পৌঁছান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 

ভারতে নিযুক্ত আফগানিস্তানের প্রতিনিধি তাহির কাদিরি টুইট করে জানান, সন্ত্রাসবাদ নিয়ে রাজধানী কাবুলে প্রেসিডেন্ট আশরফ গানির সঙ্গে বৈঠক করেন অজিত দোভাল।  

আফগান প্রেসিডেন্টের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে শান্তি ফেরাতে ও সন্ত্রাসবাদ নির্মূল করতে উভয় পক্ষই একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। এছাড়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহম্মদ আতমার, তালিবানের সঙ্গে আলোচনায় কাবুলের প্রধান প্রতিনিধি আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেন দোভাল।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর