২৪ জানুয়ারি, ২০২১ ২২:৪৮

সৌদির পরিবর্তিত দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাবে ইরান

অনলাইন ডেস্ক

সৌদির পরিবর্তিত দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাবে ইরান

সৌদি আরব বুঝতে শুরু করেছে যে, তাদের আগ্রাসী পররাষ্ট্রনীতির ব্যর্থ হয়েছে এবং সে অনুযায়ী তারা মনে হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করেছে। সত্যিকারে যদি তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে তাহলে ইরান তাদের স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

ইরানের ইসনা বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। আজ রবিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে খাতিবজাদে আরও বলেন, যদি রিয়াদ আন্তরিকভাবে তাদের এজেন্ডায় সংস্কার আনে এবং এই উপসংহারে পৌঁছায় যে, আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য আঞ্চলিক সহযোগিতা হচ্ছে শ্রেষ্ঠ উপায় তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান হবে এই পরিবর্তনকে স্বাগত জানানো প্রথম দেশ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, আমরা সব সময় জোর দিয়ে বলে এসেছি যে, আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য প্রতিবেশী দেশগুলোকে একটি অভিন্ন সমঝোতায় পৌঁছাতে হবে এবং এই সমঝোতা ‘নিরাপত্তা মেকানিজম’ প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করবে যা এ অঞ্চল শাসনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর