জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার সরকারি উচ্চ মাধ্যমিক কলেজে মাদকাসক্তি থেকে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা মাদকের অপব্যবহারের খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করেন। গান্ডেরবাল জেলার মাদকাসক্তি ও অন্যান্য সামাজিক অশুভ শক্তি নির্মূলে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়গুলোও উল্লেখ করেন তারা।
কর্মশালার আয়োজকরা বলেন, মাদক দ্রব্যের হুমকি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ও ছাত্রদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া হলো এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এতে প্রধান অতিথি ছিলেন গান্ডেরবালের ডেপুটি কমিশনার শাফকাত ইকবাল। শিক্ষার্থীদের মাদকের অপব্যবহার এবং অন্যান্য সামাজিক অশুভ শক্তির সঙ্গে জড়িত না হওয়ার আহ্বান জানান তিনি।
শাফকাত ইকবাল বলেন, শুরুতে বিনোদন হিসেবে নেওয়া হয় মাদক। তবে শেষ পর্যন্ত মাদক সর্বনাশ ডেকে নিয়ে আসে। মাদকাসক্তির ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ প্রজন্ম। এ জন্য সমাজ থেকে মাদকাসক্তি সম্পূর্ণ নির্মূল করা দরকার।
তিনি আরও বলেন, তরুণরা যেন খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকে, গান্ডেরবাল প্রশাসন সেটা নিশ্চিত করবে।
এসডিএম কাঙ্গন হাকিম তানভীর আহমেদ বলেন, মাদকাসক্তি থেকে তরুণদের নিরাপদ রাখার দায়িত্ব অভিভাবকদের নিতে হবে।
স্থানীয় একটি সাপ্তাহিকের আয়োজনে ওই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এসডিপিও কাঙ্গন ইয়াসিরকাদরি, এসএইচও কাঙ্গন আফতাব আহমেদ, এসএইচও গুন্ডলাতেফ আলী, ডিডিসি ও বিডিসির সদস্যরা।
সূত্র : ইন্ডিয়াব্লুমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ