২৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:১৭

সিরিয়ায় ইরানসমর্থিত স্থাপনায় আমেরিকার বিমান হামলা, নিহত ১৭

অনলাইন ডেস্ক

সিরিয়ায় ইরানসমর্থিত স্থাপনায় আমেরিকার বিমান হামলা, নিহত ১৭

ইরাকে যুক্তরাষ্ট্র ও এর নেতৃত্বাধীন মিত্র বাহিনীর সেনাদের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার জবাবে হামলা

সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানপন্থী মিলিশিয়াদের স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার চালানো এই হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। 

ইরাকে মার্কিন সেনাদের অবস্থানে সাম্প্রতিক রকেট হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। হামলার কথা স্বীকার করে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনায় সিরিয়ায় ইরানসমর্থিত মিলিশিয়াদের ব্যবহৃত স্থাপনায় হামলা চালিয়েছে  মার্কিন সামরিক বাহিনী।

‌‘ইরাকে যুক্তরাষ্ট্র ও এর নেতৃত্বাধীন মিত্র বাহিনীর সেনাদের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এই বিমান হামলার অনুমোদন দেওয়া হয়েছে’,- বলেন তিনি।

সাতটি লক্ষ্যবস্তুতে সাতটি ৫০০-এলবি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন-গাইডেড বোমা নিক্ষেপ করা হয়েছে। সীমান্ত দিয়ে অস্ত্র পাচারে সশস্ত্র গোষ্ঠীর ব্যবহৃত একটি সংযোগস্থলও হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে।

কিরবি বলেন, কাতায়েব হিজবুল্লাহ ও খাতিব সাইয়িদ আল শুহাদাসহ ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর ব্যবহৃত সীমান্ত নিয়ন্ত্রণ পয়েন্টের বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। 

সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর