২৮ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:১১

ইয়েমেনে আগ্রাসন বুমেরাং হয়ে উঠছে, সৌদির নাভিশ্বাস!

অনলাইন ডেস্ক

ইয়েমেনে আগ্রাসন বুমেরাং হয়ে উঠছে, সৌদির নাভিশ্বাস!

প্রতীকী ছবি

ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করেছে। এর আগে, মা'রিব প্রদেশে সৌদি সরকারের অনুচর সেনা-কমান্ডারদের বৈঠক চলার সময় সেখানেও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। খবর পার্সটুডের।

সৌদিতে এমন সময় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত হানল যখন সৌদি শাসকগোষ্ঠী নতুন মার্কিন সরকারের পক্ষ থেকে চাপের মুখোমুখি হয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগ জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান জড়িত বলে প্রতিবেদন প্রকাশ করায় রিয়াদের শাসকগোষ্ঠী এখন তীব্র চাপের মুখে পড়েছে। দ্বিমুখী এই চাপ সৌদি শাসকগোষ্ঠীর জন্য অসহনীয় হয়ে উঠতে পারে। অবশ্য মার্কিন সরকার মা'রিব প্রদেশের পতন ঠেকানোর জন্য কূটনৈতিক পদক্ষেপ নেয়া শুরু করেছে। 

ইয়েমেনে সৌদি সরকারের মানবাধিকার লঙ্ঘনে মার্কিন সরকার বেশ চাপ অনুভব করছে। এ অবস্থায় ইয়েমেন যুদ্ধে শক্তির ভারসাম্যে সৌদি জোটের প্রতিপক্ষের পাল্লা ভারি থাকায় মার্কিন সরকার এ যুদ্ধের চোরাবালি থেকে রিয়াদকে উদ্ধার করতে চায় বলে বিশ্লেষকরা মনে করছেন।
এটা স্পষ্ট ইয়েমেনে সৌদি জোটের ছয় বছরের আগ্রাসন ক্রমেই বুমেরাং হয়ে উঠছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর